যোহরের নামাজ
- চার রাকাত সুন্নাত
- চার রাকাত ফরজ
- দুই রাকাত সুন্নাত
- কেউ কেউ দুই রাকাত নফল নামাজও আদায় করেন।
চার রাকাত সুন্নাতের নিয়ত
বাংলা উচ্চারণ
নাওয়াইতু আন উছাল্লিয়া লিল্লাহি তায়ালা আরবাআ’ রাকআতি ছালাতিজুরি ছুন্নাতু রাসূলিল্লাহি তায়ালা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কা’বাতিশ্ শারীফাতি আল্লাহু আকবার।
বাংলা অর্থ
আমি কেবলামুখী হইয়া আল্লাহর জন্য জোহরের চার রাকাত সুন্নাত নামাজ আদায়ের নিয়ত করিতেছি, আল্লাহু আকবার।
দুই রাকাত সুন্নাতের নিয়ত
বাংলা উচ্চারণ
নাওয়াইতু আন উছল্লিয়া লিল্লাহি তা’আলা আরবাআ’ রাকআতি সলাতিজ্জুরি ফারদুল্লাহি তা’আলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কা’বাতিশ্ শারীফাতি আল্লাহু আক্রবার।
বাংলা অর্থ
আমি কেবলামুখী হইয়া আল্লাহর জন্য জোহরের চার রাকয়াত ফরজ নামাজের (এই ইমামের পিছনে) আদায় করিতেছি, আল্লাহু আকবার।
সুন্নাত রাকাতের নিয়ত
বাংলা উচ্চারণ
নাওয়াইতু আন উছাল্লিয়া লিল্লাহি তা’আলা রাকয়াতাই সলাতিজুরি সুন্নাতু রাসূলিল্লাহি তা’আলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কা’বাতিশ্ শারীফাতি আল্লাহু আকবার।
বাংলা অর্থ
আমি কেবলামুখী হইয়া আল্লাহর জন্য জোহরের দুই রাকাত সুন্নাত নামাজ আদায়ের নিয়ত করিতেছি, আল্লাহু আকবার।