কালেমা ইস্তিগফার – Kalima Istighfar
আরবি, বাংলা উচ্চারণ, বাংলা অর্থ
আরবি
أَسْتَغْفِرُ ٱللّٰهَ رَبِّي مِن كُلِّ ذَنبٍ أَذْنَبْتُهُ عَمْدًا أَوْ خَطَأً سِرًّا أَوْ عَلَانِيَةً، وَأَتُوبُ إِلَيْهِ مِنَ ٱلذَّنْبِ ٱلَّذِي أَعْلَمُ وَمِنَ ٱلذَّنْبِ ٱلَّذِي لَا أَعْلَمُ، إِنَّكَ أَنتَ عَلَّامُ ٱلْغُيُوبِ وَسَتَّارُ ٱلْعُيُوبِ وَغَفَّارُ ٱلذُّنُوبِ، وَلَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِٱللّٰهِ ٱلْعَلِيِّ ٱلْعَظِيمِ
বাংলা উচ্চারণ
আস্তাগফিরুল্লাহা রাব্বি মিন কুল্লি জাম্বিন আজনাবতুহু আমদান আও খাতাওন সিররান আও ‘আলানিয়াতান, ওয়া আতুবু ইলাইহি মিনাজ জাম্বিল্লাজি আ‘লামু ওয়া মিনাজ জাম্বিল্লাজি লা আ‘লামু, ইন্নাকা আন্তা আল্লামুল গইয়ূব, ওয়া সত্তারুল উয়ূব, ওয়া গাফ্ফারুজ জুনুব, ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আজিম।
বাংলা অর্থ
আমি আমার রব আল্লাহর কাছে ক্ষমা চাই, সব পাপ থেকে যেগুলো আমি জেনেশুনে বা ভুলক্রমে করেছি, গোপনে বা প্রকাশ্যে করেছি। আমি তাঁর কাছে তওবা করছি সেই পাপ থেকে যা আমি জানি ও যা আমি জানি না। নিশ্চয়ই আপনি অদৃশ্যের জ্ঞানী, দোষ গোপনকারী এবং পাপসমূহ ক্ষমাকারী। আল্লাহ ছাড়া কোনো শক্তি ও ক্ষমতা নেই, তিনি মহা উচ্চ ও মহা মহান।