কালেমা ই শাহাদৎ – KALIMA E SHAHADAT
বাংলা উচ্চারণ ও বাংলা অর্থ
বাংলা উচ্চারণ
আশহাদু আল লা-ইলাহা ইল্লাল্লাহু ওহদাহু লা-শারীকালাহু ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাছুলুহু।
বাংলা অর্থ
আল্লাহ আমিই সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ্ ব্যতীত অন্য কোন মাবুদ নেই। তিনি এক। তাঁহার কোন অংশীদার নেই এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে, নিশ্চয়ই হযরত মুহাম্মদ (সঃ) আল্লাহ্ প্রেরিত বান্দা ও রাসূল।