কালেমা ই তাওহীদ – KALIMA E TAUHEED

বাংলা উচ্চারণ ও বাংলা অর্থ

বাংলা উচ্চারণ

লা-ইলাহা ইল্লা আনতা ওয়াহেদাল্লা ছানীয়ালাকা মুহাম্মাদুর রাসূলুল্লা ইমামুল মোত্তাকীনা রাছুলুরাবিবল আলামীন। (অথবা) লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়াহ্ দাহু লা-সারিকা লা-হু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহা ই ওয়া উ মিতু বি মিতু বি ইয়া সি হিল খাইরু ওয়া-হু-ওয়া আ-লা কুল্লি শাইয়িন ক্বাদীর।

বাংলা অর্থ

হে আল্লাহ্‌! তুমি ছাড়া কোন ইলাহ নেই, তুমি এক তোমার কোন দ্বিতীয় স্বত্ত্বা নেই। মুহাম্মাদ (সাঃ) আল্লাহ্‌র রাসূল। ধর্মভীরুদের ইমাম, তিনি জগতের প্রতিপালক প্রভুর মহান দূত। (অথবা) আল্লাহ্‌ এক আর কোন মাবুদ নেই। তিনি এক তার কোন অংশীদার নেই। সমস্ত সৃষ্টি জগৎ এবং এবং সকল প্রশংসা তাঁরই। তিনি জীবন হান করেন আবার তিনিই মৃত্যুর কারণ তার হাতেই সব ভাল কিছু এবং তিনিই সৃষ্টির সবকিছুর উপরে ক্ষমতাবান।