সূরা ফাতিহা – SURAH FATIHA
বাংলা উচ্চারণ ও বাংলা অর্থ
০১। সমস্ত প্রশংসা আল্লাহ্র জন্য, যিনি নিখিল জাহানের রব।
০২। যিনি পরম করুণাময়, অসীম দয়ালু।
০৩। যিনি বিচার দিনের মালিক।
৪। আমরা কেবল তোমারই গোলামী করি এবং তোমারই কাছে সাহায্য চাই।
৫। আমাদেরকে সরল সঠিক পথ প্রদর্শন কর।
৬। ঐ সমস্ত লোকদের পথ যাদেরকে তুমি নিয়ামত দান।
৭। যারা অভিশপ্ত নয় এবং পথভ্রষ্ট নয় তাদের পথ আমাদের প্রদর্শন কর।